বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণভোট আয়োজনের কোনো আইনি কাঠামো দেশে এখনো নেই। তাই নির্বাচনকে সামনে রেখে গণভোটের আলোচনা বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতরভাবে বসবাস করা এক বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, ভোটের সাথে গণভোট অনুষ্ঠিত হলে আপত্তি নেই, কিন্তু আইনি ভিত্তি ছাড়া এমন উদ্যোগ ভবিষ্যতে জটিলতা ডেকে আনতে পারে।
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তবে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা জনগণের মধ্যে ভুল বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞরাও ইতোমধ্যে বলছেন— দেশে গণভোটের জন্য প্রয়োজনীয় আইন এখনো প্রণীত হয়নি।
ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং কৃষি সংকটসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
পূর্ববর্তী সরকারের সময় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার মতো আলোচনা সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হতে পারে। এসব চুক্তির শর্ত জনগণ জানতেও পারেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যথাযথ ব্যবস্থা নেবে।
সিএ/এমআরএফ


