মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার ক্ষেত্রে আসামি শেখ হাসিনা নারী হওয়ায় কোনো বিশেষ সুবিধা বা সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে, আর প্রমাণিত না হলে খালাস—এটাই আইন।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, রায় ঘোষণার স্বচ্ছতা নিশ্চিত করতে সোমবারের রায় বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, সাধারণ আইনে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ বা অপ্রাপ্তবয়স্কদের অগ্রাধিকার থাকলেও রায় প্রদানের ক্ষেত্রে লিঙ্গভেদে আলাদা কোনো বিধান নেই। অপরাধের ধরন ও তীব্রতাই মূল বিবেচ্য বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও নারী হিসেবে আলাদা সুবিধার উল্লেখ নেই বলেও জানান তিনি।
এ সময় প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সিএ/এমআরএফ


