বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের দ্বিতীয় ম্যাচেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। টানা দুই জয় তুলে নিয়ে পাকিস্তান সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপ বাছাই নিশ্চিত করেছে। আগামী রোববার (১৬ নভেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচটি হবে শুধু নিয়মরক্ষার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম ম্যাচে বাংলাদেশ ২-৮ গোলে হেরেছিল। শুক্রবার (১৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে আরও দুর্বল পারফরম্যান্স দেখা যায় লাল-সবুজ শিবিরে। প্রতিপক্ষকে গোল করতে বাধা দিতে না পারার সঙ্গে নিজেরাও কোনো গোলের মুখ দেখতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত হজম করতে হয়েছে ১৬ গোল।
রোমান সরকার প্রথম ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে থাকায় ডিফেন্সে ঘাটতি স্পষ্ট ছিল। পাকিস্তান প্রথম ম্যাচে ৮টি পেনাল্টি কর্নারের মধ্যে একটিতে গোল করলেও আজ ১১টি পেনাল্টি কর্নার থেকে চারটি গোল করে। প্রতিটি কোয়ার্টারেই পাকিস্তানের আধিপত্য ছিল স্পষ্ট—প্রথমে ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় ৫-০ এবং শেষ কোয়ার্টারে ৮-০ স্কোরবোর্ডে দেখা দেয়।
পাকিস্তানের হয়ে সুফিয়ান খান দুটি, রানা ওয়াহিদ আশরাফ দুটি, ওয়াহিদ, শহিদ হান্নান, আফরাজ ও আম্মাদ ভাট একটি করে গোল করেন। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় হতাশ বাংলাদেশ শিবির।
অধিনায়ক রেজাউল বাবু প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করলেও ফল তার উল্টো হয়েছে। তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় বলেন, পরিকল্পনায় টিকে থাকতে না পারায় গোল হজম করতে হয়েছে। তার দাবি, পাকিস্তান থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছে দল।
১৮ নভেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ অ-২১ দল, যেখানে সাতজন খেলোয়াড় সিনিয়র দলেও আছেন। তাই এই সিরিজটি তাদের জন্য বড় শিক্ষা বলে মনে করছেন জয়।
পাকিস্তান এক সময়ের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখন আর স্বাভাবিকভাবেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে না। ভারতে এশিয়া কাপে অংশ না নেওয়ার কারণে প্লে-অফ খেলতে হচ্ছে দলটিকে। বাছাই নিশ্চিত করার পর পাকিস্তানি খেলোয়াড় ওয়াহিদ বলেন, নিরপেক্ষ ভেন্যুতে বেলজিয়ামে বিশ্বকাপ খেলতে কোনো সমস্যা নেই এবং ভারত মুখোমুখি হলেও প্রস্তুত তারা।
সিএ/এমআরএফ


