বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষার ২০২৫ সালের পুনঃনিরীক্ষণ ফল আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ফল সংগ্রহের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণ ফল নির্ধারিত সময় অনুযায়ী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে। এছাড়া বোর্ড আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানোর ব্যবস্থা করেছে। ফলে শিক্ষার্থীরা অনলাইনে লগইন করে বা এসএমএসের মাধ্যমে সহজেই তাদের ফল জানতে পারবেন। বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, তারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে যেন সচেষ্ট থাকেন এবং অন্য কোনো অননুমোদিত সাইটে তথ্য যাচাই না করেন।
এছাড়া পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যে বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীরা যদি পুনঃনিরীক্ষণের ফল নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হন বা ফল সংক্রান্ত অভিযোগ থাকে, তবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতির স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বোর্ড প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
সিএ/এমআরএফ


