আগামী বছর (২০২৬) হজযাত্রীদের সুবিধার্থে বিমান টিকিটের ওপর থাকা আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন জারির বিষয়টি ইতিমধ্যে অর্থ উপদেষ্টা অনুমোদন করেছেন। শুল্ক প্রত্যাহারের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তথ্য অনুযায়ী, সাধারণত সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা, সার্কভুক্ত দেশের টিকিটের ওপর ২ হাজার টাকা এবং অন্যান্য দেশের টিকিটে ৪ থেকে ৬ হাজার টাকা শুল্ক ধার্য থাকে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানগামী টিকিটে ৬ হাজার টাকা শুল্ক দিতে হয়। ২০২৬ সালে হজযাত্রীদের সুবিধার্থে এনবিআর সব ধরনের শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।
এনবিআর কর্মকর্তারা জানান, শুল্ক প্রত্যাহারের ফলে হজের খরচ কিছুটা কমবে। এছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি-সহ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এটি হজযাত্রীদের জন্য শুল্ক প্রত্যাহারের প্রথমবার নয়; এর আগেও এনবিআর একাধিকবার এই সুবিধা দিয়েছে। সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই শুল্ক সংগ্রহ করা হয় এবং সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
সিএ/এমআরএফ


