বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা–২০২৬) রেজিস্ট্রেশনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছেন, তারা বিলম্ব ফি প্রদান করে পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা ও ই-এসআইএফ পূরণের সময়সীমা ১৬ নভেম্বর থেকে বাড়িয়ে ২৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন সক্রিয় হবে। এছাড়া, তথ্য (ই-এসআইএফ) এন্ট্রির শেষ সময়ও ২৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে শুধুমাত্র নতুন শিক্ষার্থীদের তথ্য বিলম্ব ফি দিয়ে এন্ট্রি করা যাবে; পূর্বে এন্ট্রি করা শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ নেই।
রেজিস্ট্রেশন ফি বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যা হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে অফিস সময়ের মধ্যে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিএ/এমআরএফ


