বিতর্কিত কনটেন্ট নির্মাতা হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রাক্তন স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।
রিয়া মনি রাজধানীর হাতিরঝিল থানায় হিরো আলম ও আহসান হাবিব সেলিম নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেছিলেন।
রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
অভিযোগপত্রে রিয়া মনি উল্লেখ করেন, পারিবারিক মনোমালিন্যের পর হিরো আলম তাকে তালাক দেন। পরে তার পরিবারের আহ্বানে ২১ জুন হাতিরঝিল এলাকায় দেখা করতে গেলে হিরো আলমসহ ১০-১২ জন ব্যক্তি তাদের গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় রিয়ার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইনও নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার দুই দিন পর, ২৩ জুন, রিয়া হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।
সিএ/এমআরএফ


