আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ থাকা কথিত ‘লকডাউন’ উপেক্ষা করে ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১৩ নভেম্বর দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম চালাবে।
সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। গণহত্যার অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা চলমান, এবং আগামী ১৩ নভেম্বর সেই মামলার রায় ঘোষণার দিন। এ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনী সব জেলা ও শহরে সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে দোকান ও বাণিজ্য বিতান খোলা রাখার মাধ্যমে ব্যবসায়ীরা সাধারণ মানুষের জন্য ক্রয়-বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সিএ/এমআরএফ


