বিএনপি প্রতিশোধের রাজনীতি চায় না, বরং শান্তি ও সহমর্মিতার রাজনীতি করতে চায়— এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করব না। তাদের বিরুদ্ধে যত মামলা আছে, সব তুলে নেব।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “জামায়াতসহ কয়েকটি দল তাদের দাবি আদায়ে জোরজবরদস্তির চেষ্টা করছে। তারা গণভোট বা পিআর-এর কথা বলছে, যা আমরা বুঝি না এবং তা মেনে নেব না।”
আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনও মাফ চাননি, অথচ ছোট ছোট ছেলেদের গুলি করে হত্যা করেছেন। আমরা প্রতিশোধের নয়, শান্তির রাজনীতি করতে চাই। এজন্যই নির্বাচনের পথে আছি।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিএ/এমআরএফ


