ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন তারই আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শোর বিজয়ী সাব্বির আহমেদ আরবিন। কয়েক বছর আগে চলচ্চিত্রে নতুন মুখ খুঁজতে এই প্রতিযোগিতা আয়োজন করেছিলেন অনন্ত জলিল। কিন্তু নির্বাচিত হয়েও চলচ্চিত্রে সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আরবিন।
সাব্বির আহমেদ আরবিন জানান, ২০১৫ সালে ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ শিরোনামের একটি সিনেমার জন্য অনন্ত জলিল দেশব্যাপী এই রিয়েলিটি শোর আয়োজন করেন। প্রায় তিন লাখ প্রতিযোগীর মধ্যে ‘হিরো’ ক্যাটাগরিতে বিজয়ী হন তিনি। প্রতিশ্রুতি ছিল—অনন্ত জলিলের প্রযোজনায় সিনেমায় অভিনয়ের সুযোগ পাবেন। তবে সেই সিনেমা আর নির্মাণ হয়নি।
দীর্ঘ অপেক্ষার পর তিনি ‘দিন : দ্য ডে’ ছবিতে কাজের সুযোগ পান। আরবিনের ভাষায়, “সিনেমায় পুলিশ চরিত্রে অভিনয়ের জন্য আমাকে নির্বাচিত করা হয়। আট দিনের মতো শুটিংও করি। কিন্তু ছবিটি মুক্তির পর হলরুমে গিয়ে দেখি—আমার দৃশ্যগুলো নেই। নিজেকে পর্দায় কোথাও খুঁজে পাইনি।”
ক্ষোভ প্রকাশ করে আরবিন বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সব কষ্ট বৃথা গেল। নিজেকে না দেখতে পাওয়া ছিল ভীষণ কষ্টের। এক কথায় বললে, আমি প্রতারণার শিকার হয়েছি।”
এই অভিযোগ বিষয়ে অনন্ত জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন : দ্য ডে’ সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ছবিটি পরিচালনা করেন।
সিএ/এমআরএফ


