ফুটবলের দেশ ব্রাজিলে সেলিব্রিটি খেলোয়াড়দের নামে সন্তানদের নাম রাখা নতুন বিষয় নয়। তবে সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ২৪৪৩ জনের নাম নেইমার, যার মধ্যে ৫০ জন নারী। এমন নামের হিড়িক এমন এক সামাজিক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে একই নাম ধরে ডাক দিলে বিভ্রান্তি তৈরি হয়।
দেশের ২৭টি রাজ্যে নেইমারের নাম পাওয়া গেছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যা মিনাস গেরাইসে (৩৭২ জন), এরপর সাও পাওলো (৩৪০), আমাজোনাস (২৩৯) ও বাহিয়া (২৩২)। নেইমারের ফুটবলে অভিষেক ২০০৯ সালে সান্তোসে, তখন ব্রাজিলে ‘নেইমার’ নামধারীর সংখ্যা ছিল একশরও কম। সময়ের সঙ্গে সঙ্গে তার খ্যাতি ছড়িয়ে পড়ে, নামকরণের সংখ্যা বেড়ে যায়।
তবে নেইমার নাম ব্রাজিলে সবচেয়ে জনপ্রিয় নয়। আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান রোমান রিকেলমে তার নামের দিক থেকে এগিয়ে আছেন। আইবিজিই–এর তথ্য অনুযায়ী, ব্রাজিলে ‘রিকেলমে’ নামধারী মানুষের সংখ্যা ২৫,৯৪২। নব্বই দশকের শুরুতে এই নামের মানুষ ছিলেন মাত্র ২২৮। ২০০০–২০০৯ সালের মধ্যে রিকেলমের খ্যাতির কারণে সংখ্যাটা বেড়ে ১২,২২০ হয়েছিল।
ফুটবল পূজনীয় খেলোয়াড়দের নামেই সন্তানদের নাম রাখার প্রবণতা ব্রাজিলে দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এতাধিক একই নাম কখনও কখনও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
সিএ/এমআরএফ


