নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে এবং কোনো পূর্ব পরীক্ষা ছাড়াই এটি আয়োজন করা হওয়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ।
সোমবার (১০ নভেম্বর) প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সানাউল্লাহ জানান, ১৮ নভেম্বর থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। অনলাইনে যে ফর্মটি পাওয়া যাবে তা ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা চূড়ান্ত হবে। এরপর ভোট যথাসময়ে পূরণ করে নিকটস্থ পোস্ট বক্সে ফেলে দিতে হবে। নির্বাচনের অন্তত ১৭ দিন আগে পোস্টাল ভোট পাঠানো বাধ্যতামূলক, নইলে ভোট নির্বাচনের পরে পৌঁছালে গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের নির্বাচনের অন্তত ২০ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকলে এই নির্বাচনে ভোট দেওয়া সম্ভব হবে না।
সিএ/এমআরএফ


