জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের অভাবে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়ী। তিনি বলেন, দুই দল নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে কোনো বিষয়কে গুরুত্ব দেয় না এবং নৌকার ভোট পেতে উভয়েই বেলেল্লাপনা করছে।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ তোলেন।
সারোয়ার তুষার বলেন, রাজনৈতিক দলগুলোর বাধার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ সম্ভব হয়নি। জামায়াত আঙুল বাঁকা-সোজা করার কথা বলছে, আর বিএনপি রাস্তায় নামার হুমকি দিচ্ছে। জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন। তিনি বলেন, কমিশনে একমত হয়ে সরকার ঘোষিত জুলাই সনদ ও গণভোটে বিএনপি এখন অস্বীকার করছে। বিএনপি দাবি করছে জনগণ গণভোট বোঝে না, তবে বাস্তবে তাদের জন্মই গণভোটে।
তিনি সরকারের ভূমিকারও সমালোচনা করেন। বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য রোডম্যাপ তৈরি হওয়ার পর তা রাজনৈতিক দলগুলোর কাছে ফেরানোর প্রয়োজন ছিল না। সরকার নিরপেক্ষতার কথা বলছে, কিন্তু নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা নয়। সরকার কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে।”
সারোয়ার তুষার জোর দেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। তিনি বলেন, সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। ৬৭ শতাংশ নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ফলে জনগণ অস্থিতিশীলতার কারণে ভোটের সুষ্ঠুতায় আস্থা রাখতে পারছে না।
সিএ/এমআরএফ


