আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে চালের বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সংগ্রহ অভিযান পরিচালনার অনুমোদন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে। গত বছরের তুলনায় এবার প্রতি কেজিতে ৪ টাকা করে দাম বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের মতে, এটি কৃষকদের জন্য উৎসাহব্যঞ্জক সিদ্ধান্ত।
আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ উদ্যোগ বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে এবং কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করবে। পাশাপাশি সংগৃহীত চাল পরবর্তীতে সরকারি খাদ্য মজুদ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহৃত হবে।
নীতিনির্ধারকরা মনে করছেন, সময়মতো সংগ্রহ অভিযান বাস্তবায়ন হলে বাজারে কোনো অস্থিরতা তৈরি হবে না, বরং উৎপাদন ও সরবরাহ চেইনে ভারসাম্য বজায় থাকবে।
সিএ/এমআরএফ


