প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন শনিবার (৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এ পদে মোট ১০,২১৯টি শূন্য আসনের জন্য আবেদন করা যাবে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলা ও উপজেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে।
নিয়োগে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)। বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Assistant Teacher Post নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে। স্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্য সতর্কতার সঙ্গে দিতে হবে, কারণ উপজেলা অনুযায়ীই মূল্যায়ন হবে। ফর্ম সাবমিটের পর Applicant’s Copy ডাউনলোড করতে হবে, যেখানে User ID থাকবে। এরপর টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি জমা দিতে হবে।
ফি প্রদানের নিয়ম: ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = মোট ১১২ টাকা। প্রথম এসএমএস: DPER <space> User ID পাঠাতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস: DPER <space> YES <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে। ফি জমা হলে প্রার্থী নিশ্চিতকরণ বার্তা পাবেন।
পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য www.dpe.gov.bd এবং dpe.teletalk.com.bd ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯টা পর্যন্ত।
সিএ/এমআরএফ


