ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, স্পেনের লা লিগার তুলনায় সৌদি প্রো লিগে গোল করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, সৌদি লিগের মান অনেকের ধারণার চেয়ে বেশি উন্নত।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে কথা বলছেন রোনালদো। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় মর্গানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারে কোচ এরিক টেন হাগকে সমালোচনা করেছিলেন তিনি। সেই ঘটনার পর ২০২২ সালে রোনালদো যোগ দেন সৌদি ক্লাব আল-নাসরে। নতুন ক্লাবে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ১০২ গোল করেছেন তিনি। এছাড়াও জাতীয় দলে রবার্তো মার্টিনেজের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
সমালোচনার বিষয়ে রোনালদো বলেন, “আমার নিয়ে কথা বলার কিছু নেই। আমি প্রতি মৌসুমে আরও বেশি গোল করছি। খারাপ মৌসুমেও ২৫টা গোল করি।” সৌদি লিগের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মান নিয়ে যা খুশি বলা যেতে পারে, কিন্তু সংখ্যাগুলো মিথ্যা নয়। অনেকেই বলছে এটি সহজ লিগ—তারা কখনও এখানে খেলেনি, ৪০ ডিগ্রি তাপমাত্রায় দৌড়ানোর কষ্ট বোঝে না।”
রোনালদো আরও বলেন, “সৌদি লিগ পর্তুগালের লিগের চেয়ে ভালো। ফ্রান্সে মূলত শুধু পিএসজি প্রতিদ্বন্দ্বিতা করে। প্রিমিয়ার লিগ অবশ্যই সেরা, সেটা স্বীকার করি। কিন্তু আমার অভিজ্ঞতায় বলি—স্পেনে গোল করা সৌদি লিগের চেয়ে সহজ নয়।”
তিনি যোগ করেন, “আমি যদি এখন প্রিমিয়ার লিগের বড় কোনো ক্লাবে খেলতাম, তবুও সমান গোল করতাম।” সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েও কথা বলেন রোনালদো। পাশাপাশি প্রশ্ন তোলেন, কেন সৌদি লিগে করা গোলকে ব্যালন ডি’অরের নির্বাচনে গণনা করা হয় না। তিনি বলেন, “গোল তো গোলই। সৌদি লিগের গোল গণনা হবে না কেন? দেখুন, লিগে এখন কত ভালো খেলোয়াড় আছে। অন্যদের জিজ্ঞেস করুন, লিগটা কেমন। শুধু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই।”
বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো এখনও পর্তুগাল জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আগামী বছর বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে। তবে অবসরের প্রসঙ্গে তিনি জানান, “দিনটি খুব দূরে নয়। প্রস্তুত থাকব, কিন্তু এটা সহজ হবে না। কঠিন হবে, হয়তো কাঁদবও। আমি আবেগপ্রবণ মানুষ, তাই এটি নিঃসন্দেহে খুব কঠিন মুহূর্ত হবে।”
সিএ/এমআরএফ


