ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’-এর মনোনয়ন প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে বিশ্বের সেরা ফুটবল তারকাদের স্বীকৃতি দেওয়া হয়। এবারও ফিফা পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, গোলরক্ষক, কোচ এবং সেরা একাদশের তালিকা ঘোষণা করেছে।
পুরুষ ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনীতদের মধ্যে রয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা এবং লামিনে ইয়ামাল। নারীদের তালিকায় ১৭ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন, যার মধ্যে আছেন স্যান্ডি বাল্টিমোর, নাথালি বর্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন।
সাধারণত ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে ফিফা দ্য বেস্ট পুরস্কারের মনোনয়ন তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখা যায় না। তবে তারা এখনও পুরুষ ফুটবলের সেরা একাদশের নির্বাচনে স্থান পেয়েছেন। এই একাদশে ৮৮ ফুটবলারের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচিত ২২ ফরোয়ার্ডের মধ্যে রয়েছেন মেসি ও রোনালদো।
বর্ষসেরা কোচ মনোনয়নের ক্ষেত্রেও পুরুষ ও নারী ফুটবলে বড় লড়াই চলছে। পুরুষ ফুটবলে লড়বেন– হাভিয়ের আগুইরে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হ্যান্সি ফ্লিক, এনজো মারেসকা, রবার্তো মার্টিনেজ ও আর্নে স্লট। নারী ফুটবলে বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে আছেন– সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস এবং সারিনা ওয়েগম্যান। উল্লেখ্য, লুইস এনরিকে পুরুষ এবং সারিনা ওয়েগম্যান নারী ফুটবলে ফিফা দ্য বেস্ট কোচ হিসেবে মনোনয়ন পেয়েছেন।
বর্ষসেরা গোলরক্ষক হিসেবে মনোনয়ন পেয়েছেন:
পুরুষ ফুটবল: অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি।
নারী ফুটবল: অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস-জয়সি।
ফিফার এই মনোনয়ন তালিকা প্রকাশের মাধ্যমে ফুটবল বিশ্বে নতুন বছরের জন্য স্পোর্টস মিডিয়ার আগ্রহ তৈরি হয়েছে। বর্ষসেরা পুরস্কার ছাড়াও সেরা একাদশের নির্বাচনের মাধ্যমে বিশ্বমানের ফুটবল তারকাদের পারফরম্যান্স এবং অবদানের স্বীকৃতি দেওয়া হয়, যা ভক্ত ও বিশ্লেষকদের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
সিএ/এমআরএফ


