আঞ্চলিক উত্তেজনার মাঝেও ইরান মিত্র পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে। বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বলেছেন, পাকিস্তান এমন এক বন্ধু, যা সব সময় পাশে থাকে।
কলিবাফ পাকিস্তানে সরকারি সফরে ছিলেন, যেখানে তিনি জাতীয় সংসদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনের এই সফরের মূল লক্ষ্য ছিল ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে অর্থনৈতিক ও সংসদীয় সহযোগিতা। এই সফরকে তেহরান-ইসলামাবাদ সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাতের সময় কলিবাফ ইসলামাবাদ সফরে সন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সমর্থন দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন এবং সংসদীয় সহযোগিতা আরও বাড়ানো জরুরি।
ইরানি স্পিকার আরও উল্লেখ করেন, ইসরায়েলি হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া ছিল ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় আঘাত। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের স্বার্থ অভিন্ন এবং দুই দেশকে ইসরায়েলি আগ্রাসন ও তার মিত্রদের মোকাবিলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে। এছাড়া দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ করা যাবে।
আয়াজ সাদিক বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী আমাদের দু দেশের অভিন্ন শত্রু। ইরান ও পাকিস্তান এমন এক জাতি, যারা দুই প্রান্তে বসবাস করছে। পাকিস্তানের পার্লামেন্ট ইতিমধ্যেই ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দায় একটি প্রস্তাব পাস করেছে।
সফরের অংশ হিসেবে কলিবাফ পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাইয়্যেদ ইউসুফ রাজা গিলানির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, সংসদীয় সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সিএ/এমআরএফ


