কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যা সরাসরি শুনে সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় আগামী রোববার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় ‘বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল’ বিষয়ক ‘মিট দ্য বিজনেস’ সভার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় এনবিআরের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর প্রতিনিধি দল অংশ নেবেন।
সভাটি অনুষ্ঠিত হবে এনবিআরের মাল্টিপারপাস হলরুমে (কক্ষ নং: ৩০১)। এ সময় এনবিআরের সব সদস্য উপস্থিত থাকবেন।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল—প্রতি মাসের দ্বিতীয় বুধবার নিয়মিতভাবে ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠান আয়োজন করবে সংস্থাটি, যাতে ব্যবসায়ীদের কর-সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।
সিএ/এমআরএফ


