জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব আসামির খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৯ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়, যা লিখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
চলতি বছরের ১৫ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করেন। এর ফলে হাইকোর্ট ও নিম্ন আদালতের দেওয়া সাজা বাতিল হয়।
রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “এই মামলায় কোনো সারবত্তা ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। আজকে বিচার বিভাগ স্বাধীনভাবে রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে—‘আপিল ইজ অ্যালাউ’। অর্থাৎ, হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল।”
দুদকের আইনজীবী আসিফ হাসান জানান, মোট চারটি আপিল আদালত মঞ্জুর করেছে। আপিল বিভাগ পুরো মামলাটিকেই “ম্যালিসাস প্রসিকিউশন” (বিদ্বেষমূলক মামলা) বলে আখ্যায়িত করেছে। ফলে যারা আপিল করতে পারেননি, যেমন তারেক রহমান ও কামাল সিদ্দিকী—তাদেরও খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন।
তবে আপিল বিভাগ সর্বশেষ এই রায়ে পূর্ববর্তী সব সাজা বাতিল করে খালাসের নির্দেশ দিল।
সিএ/এমআর


