কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী নোড়া মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


