আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিজের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি ও ব্যক্তিগত ত্যাগের কথা উল্লেখ করে ফখরুল লেখেন, জীবনের নানা সংগ্রাম ও অনিশ্চয়তার মধ্য দিয়েও তিনি রাজনীতি চালিয়ে গেছেন। ১৯৮৭ সালে পুনরায় রাজনীতিতে ফেরার সিদ্ধান্তের সময় পারিবারিক কষ্ট ও ত্যাগের কথাও তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, পরিবারের পাশে না থেকেও দায়িত্ব ও ত্যাগের মাধ্যমে দল ও দেশের জন্য কাজ করে গেছেন। তিনি জানান, এই নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। একই সঙ্গে মনোনয়ন না পাওয়া সহকর্মীদের উদ্দেশে বলেন, দল ভবিষ্যতে সবার যথাযথ সম্মান ও দায়িত্ব নিশ্চিত করবে।
শেষে তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয় এবং ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে যায়।
সিএ/এমআরএফ


