ফুটবল দুনিয়ায় চিরন্তন বিতর্ক—লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা? এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন রোনালদো নিজেই। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই পর্তুগিজ তারকা স্পষ্ট জানিয়ে দেন, তিনি মেসিকে নিজের চেয়ে সেরা মনে করেন না।
রোনালদো বলেন, ‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ পিয়ার্স মর্গানের সঙ্গে এই সাক্ষাৎকারকে বলা হচ্ছে রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত আলাপ। পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশিত হবে ৪ নভেম্বর, তবে টিজার প্রকাশের পরই তা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
টিজার ভিডিওতে দেখা যায়, মর্গান প্রশ্ন করেন—‘অনেকে বলে, মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?’ উত্তরে রোনালদো আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, ‘আমি সেই মতের সঙ্গে একমত নই।’ পরে সাবেক সতীর্থ ওয়েইন রুনির বক্তব্যের প্রসঙ্গ তুললে, যেখানে রুনি মেসিকে শ্রেষ্ঠ বলেছিলেন, রোনালদো শান্তভাবে জবাব দেন, ‘আমার কিছু যায় আসে না।’
ফুটবলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। বয়স প্রায় ৪০ ছুঁলেও তার মধ্যে এখনও প্রতিযোগিতার আগুন অটুট। সাক্ষাৎকারে রোনালদো মজার ছলে আরও বলেন, ‘তুমি তো এখন বিলিয়নিয়ার!’—এই প্রশ্নে হেসে উত্তর দেন, ‘না, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি।’
এই আত্মবিশ্বাসই রোনালদোকে আলাদা করে রেখেছে ফুটবলের ইতিহাসে। মেসি ও রোনালদো—দুজনই আধুনিক ফুটবলের কিংবদন্তি, কিন্তু কে সেরা—এই তর্ক এখনো থামেনি, থামবেও না।
সিএ/এমআরএফ


