মিসরের গিজা প্রদেশের আস-সাফ শহরে এক হৃদয়স্পর্শী ও অনন্য আয়োজনের মধ্য দিয়ে সম্মান জানানো হয়েছে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে। কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে হাফেজদের জন্য তৈরি করা হয় একটি ‘মর্যাদার করিডর’, যেখানে দাঁড়িয়ে শত শত মানুষ করতালি ও দোয়ার মাধ্যমে তাদের বরণ করে নেন।
অনুষ্ঠানটি ঘিরে পুরো এলাকা পরিণত হয় ধর্মীয় অনুভূতি, ঈমানি উচ্ছ্বাস ও উৎসবের আবহে। হাফেজদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা, শিক্ষক ও হাজারো দর্শক। আয়োজনটি কেবল একটি সংবর্ধনা নয়, বরং ধর্মীয় শিক্ষা ও সামাজিক মর্যাদার এক মিলনমেলা তৈরি করে।
গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম, ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় হাফেজদের বুকে জড়িয়ে ধরে অভিভাবকরা অশ্রুসিক্ত চোখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া মায়েরা মাথায় পরেন বিশেষ মুকুট, যেখানে লেখা ছিল “الألفية الأولى” অর্থাৎ ‘প্রথম হাজার হাফেজ’। এই প্রতীকী আয়োজনের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এত সংখ্যক হাফেজকে একসঙ্গে সম্মান জানানো হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় শিক্ষা বিস্তারে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সমাজে হাফেজদের প্রতি সম্মান ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে।
সূত্র: আল জাজিরা মুবাশির
সিএ/এমআরএফ


