যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকায় মানহানির মামলা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছেন গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে।
বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কটূ মন্তব্য করে আসছেন। তার এসব মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাই মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও এর নেতাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। এতে দলটির সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি ও দুর্নীতি করেছে, সেই টাকা দিয়েও বাংলাদেশে গণভোট সম্ভব।’ এ বক্তব্যের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ও দলের নেতাকর্মীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগে বলা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং আগামী তারিখে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সিএ/এমআরএফ

                                    
