Monday, January 12, 2026
15.4 C
Dhaka

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক মুখ্য সচিব, বিশিষ্ট প্রশাসক, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ড. কামাল সিদ্দিকী ছিলেন প্রশাসন, উন্নয়নচিন্তা ও একাডেমিক গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন সৎ, দূরদর্শী ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা ছিলেন, যিনি দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিকায়নের জন্য অবদান রেখেছেন। মুক্তিযোদ্ধা, গবেষক ও নীতিনির্ধারক হিসেবে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, ড. কামাল সিদ্দিকীর সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তারা প্রায়ই দেশের ভবিষ্যৎ, প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতেন। তিনি ছিলেন নীতিবান, বিনয়ী ও দেশপ্রেমিক। ব্যক্তিগতভাবে তিনি একজন প্রিয় বন্ধু ও প্রজ্ঞাবান সহযাত্রীকে হারানোর শোক অনুভব করছেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, দেশের বৈরি ও প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ড. সিদ্দিকী বহুবার দেশ ছাড়তে বাধ্য হন এবং অন্যায়ভাবে একাধিক মামলার হয়রানি সহ্য করতে হয়। তবুও তিনি কখনও তার মূল্যবোধ ও দেশপ্রেম থেকে সরে আসেননি।

প্রধান উপদেষ্টা বলেন, ড. সিদ্দিকী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কিংবদন্তি কর্মকর্তা ছিলেন। তিনি যে সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য অনুসরণীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে বিএসসি ও এমএসসি অর্জন করার পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেছেন। তার জ্ঞানস্পৃহা ছিল অদম্য।

ড. কামাল সিদ্দিকী অসংখ্য গবেষণাভিত্তিক বই লিখে তার পাণ্ডিত্যের পরিচয় রেখেছেন। তার তিন খণ্ডের আত্মজীবনী বাংলাদেশের সমাজ, মানুষ ও রাষ্ট্র ও সরকারের একটি আন্তরিক ও অকপট দলিল হিসেবে বিবেচিত। বিভিন্ন গবেষণা গ্রন্থে তিনি তার কৌতূহলী মনের সক্রিয়তার স্বাক্ষর রেখেছেন।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির সদস্য হিসেবে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে পিএইচডি সম্পন্ন করেন। সাম্প্রতিক সময়ে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও...

ভোর, দুপুর, সন্ধ্যা: শীতে কবে ব্যায়াম করা নিরাপদ

শীতকাল শরীরচর্চার জন্য এক আদর্শ সময় হলেও, এ সময়ে...

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে...

ইসলামে অধিকারবোধ: আল্লাহর হক বনাম বান্দার হক

ইসলাম মানুষের জীবনকে দুটি গুরুত্বপূর্ণ অধিকারের ওপর প্রতিষ্ঠিত করেছে—আল্লাহর...

আজানের জবাব দেয়ার নিয়ম ও ফজিলত

আজান একটি আরবি শব্দ। এর অর্থ ডাকা বা আহ্বান...

নীরব ইবাদতেই লুকিয়ে আছে বড় প্রতিদান

অনেকের ধারণায় ইবাদত বলতে মূলত চোখে দেখা যায়—এমন আমলকেই...

জান্নাতের পথে সহায়ক সুরা বাকারার শেষ দুটি আয়াত

পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা শেষ দুই আয়াতে এক...

প্রযুক্তির বাইরে মানবিক আকাঙ্ক্ষার কথা বলল চ্যাটজিপিটি

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের পাশাপাশি শঙ্কাও...

হাতের স্মার্টওয়াচে হার্ট, ইসিজি ও পেশীর স্বাস্থ্য নজর

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট কোম্পানি শাওমি তাদের নতুন...

ব্যক্তিগত তথ্য ফাঁস ঠেকাতে স্মার্ট গ্যাজেট ব্যবহারে সতর্কতা

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—যে কোনো স্মার্ট গ্যাজেটই মাঝেমধ্যে নষ্ট...

আধুনিক যুগে মসজিদের হারানো প্রভাব ও পুনর্জীবন

মদিনার পবিত্র ভূমিতে প্রথম আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়েছিল,...

শাহাদাত কেন ইসলামে সর্বোচ্চ সম্মান

ইসলামি জীবনদর্শনে শাহাদাতকে ইবাদতের সর্বোচ্চ শিখর হিসেবে বিবেচনা করা...

নতুন বছরে সম্পর্ক টিকিয়ে রাখতে যেসব অভ্যাস জরুরি

ভালোবাসা মানে কেবলই একে অপরের ওপর নির্ভরশীল হওয়া নয়,...
spot_img

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশের অনুমতি না...

ভোর, দুপুর, সন্ধ্যা: শীতে কবে ব্যায়াম করা নিরাপদ

শীতকাল শরীরচর্চার জন্য এক আদর্শ সময় হলেও, এ সময়ে ব্যায়াম বা জগিং শুরু করার আগে সঠিক সময় নির্বাচন করা জরুরি। তাপমাত্রার ওঠানামা, কুয়াশা এবং...

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে জ্বলে ওঠার সময় বা দিনের কর্মব্যস্ততায় যখন জীবন দ্রুতবেগে ছুটে চলে, তখন প্রতিটি মানুষের মনে...

ইসলামে অধিকারবোধ: আল্লাহর হক বনাম বান্দার হক

ইসলাম মানুষের জীবনকে দুটি গুরুত্বপূর্ণ অধিকারের ওপর প্রতিষ্ঠিত করেছে—আল্লাহর হক এবং বান্দার হক। এই দুই অধিকারের সমন্বয়ই মানবজীবনকে ভারসাম্যপূর্ণ করে। হাদিসের বিভিন্ন উদাহরণ ইসলামের...
spot_img