যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ সাক্ষাৎকারে দাবি করেছেন যে রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যা তারা প্রকাশ্যে স্বীকার করছে না। একই সঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এত প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে যে তা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা বিষয়টি প্রকাশ্যে আনছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পরীক্ষামূলকভাবে তাদের পারমাণবিক শক্তি যাচাই করতে হবে এবং অন্য দেশগুলোর সঙ্গে সমতার জায়গায় থাকতে হবে।
ট্রাম্পের দাবি, তিনি সম্প্রতি ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। “অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না—তাহলে জানা যাবে না এটি কীভাবে কাজ করে,” মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষমতা নিয়েও ট্রাম্প গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা অন্য কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা আমাদের সমান পর্যায়ে পৌঁছাবে। আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়ারও অনেক আছে, আর চীন দ্রুত এগোচ্ছে।”
সূত্র: সিএবিএস নিউজ, টিআরটি ওয়ার্ল্ড
সিএ/এমআরএফ


