পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাসগুলোর ছয় চালককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আটক বাসচালক রুবেল হোসেন বলেন, তারা জানতেন না যে বাসে জাটকা ইলিশ রয়েছে। মাছ পরিবহনের সময় তাদের বলা হয়েছিল এগুলো সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ জাটকা হিসেবে গণ্য। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সিএ/এমআরএফ


