নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই দন্ত চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে চাটখিল পৌরসভার পাল্লা রোড এলাকার ‘সিজনস্ ডেন্টাল’ ক্লিনিকে অভিযান চালিয়ে রিপন সরকার নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার পূর্বে এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে নিজেই ক্লিনিক খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে রোগী দেখা শুরু করেন। অভিযানের সময় তিনি আদালতের কাছে অঙ্গীকারনামা দেন যে ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা করবেন না।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আরও কয়েকজন ভুয়া দন্ত চিকিৎসক রয়েছেন, যারা প্রতারণার মাধ্যমে প্রতিদিন মোটা অঙ্কের টাকা আয় করছে। তারা প্রশাসনের কঠোর অভিযানের দাবি জানান।
চাটখিলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সনদ ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালালে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
সিএ/এমআরএফ


