ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মধ্যেও তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তেহরান নিজেদের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র বা কোনো মিত্রের সঙ্গে আলোচনার কোনও ইচ্ছা রাখছে না।
শনিবার কাতারভিত্তিক আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আমাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না। আমাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিও বন্ধ হবে না। যুদ্ধ বা রাজনৈতিক চাপ দিয়ে তারা যা অর্জন করতে পারেনি, তা আর অর্জন করতে পারবে না। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপের কোনো ইচ্ছা নেই, তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে চুক্তি সম্ভব।”
ইরানের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ এবং তা নিয়ে উদ্বেগ দূর করা প্রয়োজন। আরাঘচি বলেন, “ওয়াশিংটনের শর্তাবলী আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ইসরায়েল যদি পুনরায় হামলা করে, তাহলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।”
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এটি ৯০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করা সম্ভব, যা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। জুন মাসে ইসরায়েল এই স্থাপনাগুলোতে হামলা চালালেও ইউরেনিয়ামের কোনো ক্ষতি হয়নি।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে অনড় অবস্থানের কারণে যুক্তরাজ্য ও ইইউ নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইরানে সরকারে কোনও বিচলিত মনোভাব দেখা যায়নি।
সূত্র: আরটি, টাইমস অব ইসরায়েল
সিএ/এমআরএফ


