আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি প্রতীকী পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে জনমত জানতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন ফাওজুল কবির খান।
রোববার (২ নভেম্বর) সকালে দেওয়া পোস্টে তিনি জানান, ১ নভেম্বর সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে কূটনৈতিক সৌজন্যবশত আলজেরিয়ার দূতাবাসের পক্ষ থেকে তাকে মাঝিসহ একটি পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দেওয়া হয়। উপহারটির সঙ্গে দূতাবাসের নামও খোদাই করা রয়েছে।
তিনি লেখেন, “এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো সম্পর্ক নেই। এটি কেবল কূটনৈতিক শিষ্টাচার রক্ষার অংশ হিসেবেই গ্রহণ করেছি।”
পোস্টে তিনি জনমত জানতে চেয়ে কয়েকটি বিকল্পও তুলে ধরেন—
১. উপহারটি আলজেরিয়ার দূতাবাসে ফেরত পাঠানো যেতে পারে, যদিও তা অসৌজন্যমূলক হতে পারে।
২. সরকারি তোশাখানায় জমা দেওয়া যেতে পারে, যদিও উপহারটি খুব মূল্যবান নয়।
৩. শৈলান প্রবীণ নিবাসে রাখা যেতে পারে।
৪. অথবা নিজে সংরক্ষণ করা যেতে পারে।
সবশেষে তিনি লিখেছেন, “পাঠকদের পরামর্শ পেলে উপকৃত হব।”
সিএ/এমআরএফ


