লিওনেল মেসির দুর্দান্ত গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি। এমএলএস কাপের দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। ফলে দুই লেগ শেষে সিরিজ এখন ১-১ সমতায়, তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে পরবর্তী রাউন্ডের টিকিট।
শনিবার রাতে টেনেসির জিওডিস পার্কে স্বাগতিক ন্যাশভিল শুরু থেকেই ছন্দে ছিল। ইন্টার মায়ামির দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন স্যাম সুরিজ। গোলরক্ষক রোকো রিওস নভোর ভুলেই আসে সেই সুযোগ।
প্রথমার্ধে মেসি ও সুয়ারেজ সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দলটি। অল্পের জন্য মেসির একটি শট বাইরে যায়, আর তাদেও অয়েন্দে খোলা পোস্টের সামনে থেকেও ব্যর্থ হন বল জালে পাঠাতে।
৩৮ মিনিটে কর্নার থেকে গোল করে ন্যাশভিলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জশ বাউয়ার। বিরতির পর আক্রমণে ফেরে ইন্টার মায়ামি। ৭৪ মিনিটে মেসির বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান কমায় দলটি, কিন্তু শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি। অতিরিক্ত সময়ে মেসির ফ্রি-কিকও ব্যর্থ হলে পরাজয় নিশ্চিত হয়।
ন্যাশভিলের এই জয়ে সিরিজে সমতা ফিরেছে। এখন ‘উইনার-টেকস-অল’ তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে কারা পাবে এমএলএস কাপের প্লে-অফের টিকিট। মেসির জাদু টিকবে কি না, সেটিই দেখার অপেক্ষা।
সিএ/এমআরএফ


