ঢালিউডের আলোচিত নির্মাতা অনন্য মামুনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে ফের জল্পনা শুরু হয়েছে নতুন সিনেমা ঘিরে। বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করে নির্মাতা যে ইঙ্গিত দিয়েছেন, তাতে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল বেড়েছে কয়েকগুণ।
গত বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তামান্নার কালো পোশাক পরা একটি ছবি শেয়ার করেন অনন্য মামুন। পোস্টে তিনি লেখেন, “তামান্নার মতো এত বড় মাপের শিল্পী হয়েও তার মধ্যে অহংকার নেই।”
একই সঙ্গে তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে ম্যানেজার বা এজেন্সি ব্যবস্থার অভাবের বিষয়টি তুলে ধরে বলেন, “ভারতে আপনি সরাসরি কোনো আর্টিস্টের এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রজেক্ট উপস্থাপন করতে পারেন। কিন্তু বাংলাদেশে নতুন পরিচালকদের বড় তারকাদের সঙ্গে যোগাযোগ করাই কঠিন।”
পোস্টে নির্মাতা তার নতুন প্রজেক্টের দিকেও ইঙ্গিত দেন। তিনি লেখেন, “প্রজেক্ট প্ল্যান আর গল্প তৈরি শেষ। বাংলাদেশের দর্শক অ্যাকশন আর ভায়োলেন্স চায়। এবার সেটিই নিয়ে কাজ করব।”
এর পর থেকেই ঢালিউডে গুঞ্জন উঠেছে, অনন্য মামুনের নতুন সিনেমায় হয়তো দেখা যাবে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়াকে। সামাজিক মাধ্যমে ভক্তরা বিশেষ করে শাকিব খান–তামান্না জুটিকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
সিএ/এমআর


