বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি আগামী রোববার (২ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে এই সভা। এতে গত বিপিএল ফিক্সিং কেলেঙ্কারি, আসন্ন বিপিএল আয়োজন ও জাতীয় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন কমিটিতে পরিচালক রয়েছেন মোট ২৪ জন, যার মধ্যে একজন মনোনীত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ। ইতোমধ্যে কমিটি একটি সভা শেষ করেছে।
রোববারের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো আসন্ন বিপিএল আয়োজন। কবে ও কীভাবে বিপিএল শুরু হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি জাতীয় টেস্ট দলের অধিনায়ক নিয়েও ঘোষণা আসবে। গত জুনে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত আচমকা অধিনায়কত্ব ছাড়েন। এরপর থেকে ফরম্যাটে খেলোয়াড় ও অধিনায়ক নির্ধারণ করা হয়নি।
বিগত বিপিএলে ধরা পড়া অনিয়মের মধ্যে ফিক্সিং বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিবি ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে এবং রোববারের সভায় তা বিস্তারিতভাবে আলোচনা হবে। এছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের পারফরম্যান্স পর্যালোচনা এবং জাতীয় দলের কোচিং স্টাফের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সিএ/এমআর


