ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হবে এই সপ্তাহে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শাপলা প্রতীক ও নতুন দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া সোমবার (২৭ অক্টোবর) চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকাও প্রকাশ করা হবে।
গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি কমিশনের সংস্কার ও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছে।
সিএ/এমআর


