অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। দেশটির পুলিশ জানিয়েছে, ফেরত পাঠানো সবাই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিলেন। খবর এনডিটিভির।
রোববার পুলিশের বরাত দিয়ে জানানো হয়, তারা ‘ডংকি রুট’ নামে পরিচিত একটি অবৈধ পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে অভিবাসন কর্তৃপক্ষের নজরে আসায় তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয়।
সম্প্রতি এই ৫৪ জন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে ১৬ জন হরিয়ানার করনাল জেলার, ১৫ জন কাইথাল জেলার এবং ৫ জন আম্বালা জেলার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
সিএ/এমআর


