মিরপুরে তৃতীয় ওয়ানডেতে মাঠের বাইরে এক অসাধারণ ক্যাচ ধরেন পুলিশ কর্মকর্তা রায়হান হোসাইন। ওই ক্যাচের মুহূর্তের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায় এবং মিলিয়ন মিলিয়ন ভিউ সংগ্রহ করে। ম্যাচ শেষে তিনি সৌম্য সরকারের সঙ্গে দেখা করেন এবং ক্রিকেটার থেকে বিশেষ উপহার পান।
রায়হান হোসাইন জানান, নিজের দায়িত্ব পালনকালে তিনি হঠাৎই উইন্ডিজ ক্রিকেটার আকিলের হাঁকানো বলের দিকে তাকান। ক্যাচ ধরার মুহূর্তে তার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি আর পরিকল্পনাও ছিল না যে আমি ক্যাচ ধরব। হঠাৎ দেখলাম বলটা ফ্লাই করল। তখন মনে হয়েছে বলটা বাউন্ডারির বাইরে আসবে এবং আমার কাছে আসবে। আমি একটু এগিয়ে গেলে ধরতে পারব, এভাবেই এক কদম এগিয়ে ক্যাচ ধরেছি।’
ক্যাচটি দেখেন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা সৌম্য সরকার। হাতের ইশারায় তিনি রায়হানকে ডেকে ড্রেসিংরুমে আসতে বলেন। রায়হান গিয়ে সৌম্যর সঙ্গে দেখা করেন এবং তার প্রশংসা পান। সৌম্য সরকার রায়হানকে ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে একটি জার্সি না দিয়ে অটোগ্রাফসহ একটি ক্যাপ উপহার দেন।
রায়হান আরও বলেন, ‘ক্যাচ ধরার পর বল রিশাদ হোসেনের কাছে ফিরিয়ে দিয়েছি। সৌম্য সরকার ভাই নিজে হাত ইশারায় আমাকে ডাকল, আমি ড্রেসিংরুমে গিয়ে তার কাছে যাই। তিনি বলেন, জার্সি দেওয়া যেত কিন্তু এটি ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখো। পরে অটোগ্রাফসহ আমাকে একটি ক্যাপ দিল, যা আমি সংরক্ষণ করেছি।’
সিএ/এমআর


