বলিউডে পর্দার পেছনের জীবনে তারকা নায়িকারা অনেক সময় সংযত ও নম্রই দেখা যায়। কিন্তু কপিল শর্মার মঞ্চে প্রকাশ পেল সারা আলি খানকে একেবারে ভিন্ন রূপে—দুষ্টু-মিষ্টি, কিন্তু সরাসরি ও কঠোর। দর্শকরা তখনই হতভম্ব হয়ে যান যখন ভিকি কৌশল প্রকাশ করেন সারার সেই অজানা দিকের কথা, যা সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সারা আলি খান তার মা অমৃতা সিংয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। মা ও মেয়ে একসাথে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু এক বিশেষ মুহূর্তে প্রকাশ পেল সারা কতটা সরাসরি ও বিচক্ষণ। ওই দিন তার মা অমৃতা সিং একটি তোয়ালে কিনেছিলেন মাত্র ১৬০০ টাকায়। এটাই সারার চোখে অযথা খরচের উদাহরণ হয়ে দাঁড়ায়।
ভিকি কৌশল বলেন, “সারা তখন তার মাকে প্রশ্ন করছিলেন, মেকআপ ভ্যানে এত তোয়ালে থাকা অবস্থায় আলাদাভাবে কেন কিনলেন? কী দরকার ছিল? এতটা খরচ কেন?” সারার সরাসরি এবং ছোটখাট বিষয়ে রেগে যাওয়ার এই আচরণ ভিকি কৌশলকেও হতবাক করেছিল। তিনি প্রথমে মনে করেছিলেন, এটা হয়তো মজা। কিন্তু মাকে সরাসরি ‘শাসন’ করতে দেখে তিনি চুপই থাকলেন।
এমন আচরণই প্রমাণ করে, সারার মধ্যে অযথা খরচ পছন্দ না করা, গোছানো থাকা এবং দায়িত্বশীল হওয়ার বৈশিষ্ট্য। স্টার কিড হলেও তিনি জীবনের ছোটখাট বিষয়গুলোতে সতর্ক এবং সংযত। দর্শকদের কাছে এই ঘটনা হাস্যরসাত্মক হলেও, একদিকে সারার বাস্তব জীবনের বিচক্ষণতা ও বাস্তব দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছে।
সিএ/এমআর


