বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কখনো মিথ্যা আশ্বাস বা বিভ্রান্তিকর ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি করে না। তার দাবি, বিএনপি সবসময় জনগণের আস্থা অর্জনে সত্যনিষ্ঠ, স্বচ্ছ ও ন্যায্য রাজনীতিতে বিশ্বাসী।
গতকাল বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। তিনি অভিযোগ করে বলেন, একটি দল তাদের ধর্মকে খাটো করে বিদেশি শক্তিকে খুশি করার চেষ্টা করছে, যা দেশের মানুষের অনুভূতিকে আঘাত করছে।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য দায়ী সেই শক্তিগুলো, যারা গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে এবং ব্যাংক ও বীমা খাতসহ দেশের আর্থিক কাঠামো ধ্বংস করেছে। তারা বাংলাদেশের অর্থনীতি ও স্বাধীনতাকে পঙ্গু করার ষড়যন্ত্র করেছে। যদিও তারা পুরোপুরি হারিয়ে যায়নি, তাই দেশের মানুষকে এখন আরও সতর্ক থাকতে হবে।
মির্জা আব্বাস আরও বলেন, আগামী নির্বাচনে যারা পরাজয়ের আশঙ্কায় ভুগছে, তারা নির্বাচনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির সম্ভাব্য জয়ের ভয়ে কিছু দল আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে। কিন্তু বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট রাজনীতি প্রতিষ্ঠা পেতে দেওয়া হবে না।
তিনি বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য রাজনীতি করে যাচ্ছে।
সিএ/এমআর


