ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন। সেই ছবি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। মাহির দাবি, ছবিটি একটি নাটকের সেটে তোলা হয়েছিল এবং তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
এক সাক্ষাৎকারে মাহি বলেন, ছবিটি ছিল ‘ভাত লাভার’ নামের একটি নাটকের শুটিং সেটে তোলা। নাটকটি পরিচালনা করেছিলেন সকাল আহমেদ এবং এতে তার সহশিল্পী ছিলেন আরশ খান। তিনি জানান, দৃশ্য ধারণের ফাঁকে মজার ছলে পরিচালক আহমেদের চশমা পরে কিছু ছবি তুলেছিলেন।
মাহি বলেন, তার নিজের কোনো চশমা না থাকায় পরিচালককে অনুরোধ করে চশমা ধার নিয়েছিলেন। সেই সময় সহশিল্পী আরশ খান তাকে মজার ছলে পোজ দিতে উৎসাহিত করেন। এরপর সেটেই তিনি কয়েকটি ছবি তোলেন, যার একটি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিতর্ক প্রসঙ্গে মাহি বলেন, বিষয়টি ইচ্ছাকৃত নয়। তিনি জানান, কেউ যেন ভুল বোঝাবুঝি না করেন, কারণ সেটি ছিল সম্পূর্ণ শুটিং সেটের একটি মুহূর্ত মাত্র।
সিএ/এমআর


