বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর সম্প্রতি টুইঙ্কল খান্নার পরিচালিত একটি পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য প্রকাশ করেছেন।
শোয়ের এক পর্বে টুইঙ্কল করণকে একটি খেলার প্রস্তাব দেন, যেখানে তাকে দুটি বিষয় বলতে হয়—একটি সত্যি ও অন্যটি মিথ্যা। খেলায় করণ বলেন, “আমি ২৬ বছর বয়সে ভার্জিনিটি হারিয়েছিলাম এবং জাহ্নবী কাপুরের পরিবারের একজন সদস্যের সঙ্গে আমার সম্পর্ক ছিল।”
তার এই মন্তব্য শুনে মুহূর্তেই হতবাক হয়ে যান সহ-অতিথি জাহ্নবী কাপুর। উপস্থিত দর্শকদের মধ্যেও শুরু হয় কানাকানি। তবে কিছুক্ষণের মধ্যেই করণ হেসে জানান, “প্রথম কথাটি সত্যি, কিন্তু দ্বিতীয়টি পুরোপুরি মিথ্যা। খেলার নিয়মের জন্যই এমন বলেছি।” এরপরই স্বস্তির হাসি ফুটে ওঠে জাহ্নবীর মুখে।
করণ জোহর ও জাহ্নবী কাপুরের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। করণের প্রযোজনাতেই বলিউডে আত্মপ্রকাশ করেন জাহ্নবী। সম্প্রতি করণের প্রযোজিত ‘হোমবাউন্ড’ ছবিতেও তাকে দেখা গেছে।
সিএ/এমআর


