টলিউড তারকা দেব ও রুক্মিণীর প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টলিপাড়ার ওপেন সিক্রেট হলেও সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের বিচ্ছেদ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য চলছে। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে আনফলো ইত্যাদি ঘটনা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
দেবের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ইভেন্টে এবং তার প্রযোজিত ও অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমার স্ক্রিনিংয়েও রুক্মিণীর অনুপস্থিতি ছিল লক্ষণীয়। এ নিয়েই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিচ্ছেদের আলোচনা।
সম্প্রতি কালীপূজার উদ্বোধনে কলকাতায় এলেও রুক্মিণী জানান, তিনি এখন মুম্বাইতে কাজ করছেন এবং ব্যক্তিগত ব্যস্ততার জন্য ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়ে থাকতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নে তিনি রহস্যময় হাসি দিয়ে বলেন, “আমাকে খুঁজতে থাকো।”
অন্যদিকে দেব এই গুঞ্জনের জবাবে বলেন, “আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। যারা বলছে আমরা আলাদা হয়ে গেছি, তারা কি আমার সঙ্গে থাকে যে জানবে? এখন জবাবদিহির কী দরকার?”
সিএ/এমআর