তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে মানুষ যখন সত্যিকারের সংবাদ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক তখন পড়ার সংস্কৃতি ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। রাজধানীর রূপনগর-পল্লবী এলাকায় তিনি স্থাপন করেছেন ‘পত্রিকা সাইনবোর্ড’, যেখানে প্রতিদিন এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে পত্রিকা পড়তে পারবেন।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হলো পড়ার অভ্যাস ফিরিয়ে আনা এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। তিনি বলেন, “প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে পত্রিকা ঝুলিয়ে দেওয়া হয়, যাতে পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সহজেই সংবাদ পড়ার সুযোগ পান।”
এলাকাবাসী তার এই উদ্যোগকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন। অনেকেই বলছেন, সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে এমন একটি উদ্যোগ সত্যিকারের জ্ঞানচর্চা ও তথ্যপ্রাপ্তির সংস্কৃতি গড়ে তুলবে।
আমিনুল হক বলেন, “আমি চাই মানুষ আবার বই ও পত্রিকা পড়ায় ফিরে আসুক। একটি সচেতন ও জ্ঞানের সমাজ গড়ে উঠুক—এটাই আমার লক্ষ্য।”
রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই প্রচেষ্টা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এটি নাগরিক শিক্ষার বিকাশ এবং গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
সিএ/এমআর