ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার হাজির হচ্ছেন এক ভিন্ন ও শীতল রূপে। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে তাকে দেখা যাবে ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’র চরিত্রে। ইতোমধ্যেই ট্রেলার প্রকাশের পর থেকেই এই চরিত্রে পাওলির রূপান্তর দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।
পরিচালক শমীক রায়চৌধুরীর এই ক্রাইম থ্রিলার সিরিজটি নির্মিত হয়েছে মোট পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে। এর মধ্যে অন্যতম গল্প ‘ত্রৈলোক্য দেবী’কে ঘিরে, যিনি সমাজের অবমাননা ও অবহেলার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে পরিণত হন এক নির্মম খুনিতে। উনিশ শতকের কলকাতার প্রেক্ষাপটে প্রিয়নাথ মুখার্জির লেখাতেও এই চরিত্রের উল্লেখ পাওয়া যায়।
ট্রেলারে দেখা গেছে গা ছমছমে পরিবেশ, অন্ধকার মনস্তত্ত্ব আর রহস্যময় আবহে এক অন্য পাওলি দামকে। তার তীক্ষ্ণ দৃষ্টি ও সংযত সংলাপে প্রকাশ পেয়েছে এক ভয়াবহ মানসিক জটিলতার আভাস।
‘গণশত্রু’-তে শুধু ত্রৈলোক্য দেবীর গল্পই নয়, উঠে আসবে কলকাতার আরও কিছু কুখ্যাত অপরাধীর কাহিনি— হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যানকে ঘিরে। এসব চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি।
সিরিজটি মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর জি-ফাইভ বাংলায়।
সিএ/এমআর