আনিস মিয়া
আজ ১৪ই আগষ্ট রোজ সোমবার ময়মনসিংহরে ভালুকা উপজেলার স্বপ্ন কূঁড়ি অাইডিয়াল স্কুলে ” হিমু পরিবহন, ময়মনসিংহ” এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন হিমু পরিবহন ময়মনসিংহ” এর সদস্য জনাব মাসুম আহমেদ এবং স্বপ্ন কূঁড়ি অাইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম রিটন। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক বৃন্দসহ, হিমু পরিবহনের সদস্য আনাস ইসলাম আপন, ইমন তালুকদার, জহিরুল ইসলাম হৃদয়, ফাহিম হাসান, রুমান আরিয়ান, অালমগীর, রিপন, রনি, সুমন্ত, শাহিন, শফিকুল সহ প্রমুখ।
স্বপ্ন কূঁড়ি অাইডিয়াল স্কুল” প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয় যার মধ্যে ছিলো আম, পেয়ারা, অর্জুন, আমলকি সহ অারও কযেকটি প্রজাতির বৃক্ষ। উক্ত অনুষ্ঠানে হিমু পরিবহন, ময়মনসিংহ” সদস্য জনাব মাসুম আহমেদ বলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার এর সরণে আজ আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন। তিনি স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক বৃন্দদের অনুরোধ জানান গাছগুলোর পরির্চয়া করার জন্য। এর পর স্কুলের প্রধান জনাব রফিকুল ইসলাম রিটন হিমু পরিবহন ময়মনসিংহ” টিমকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আরো জানান আমার এই স্কুলে একটি লাইব্রেরি রয়েছে এবং ছাএছাত্রীরা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর বেশ অনেকগুলো বই সংগ্রহীত রয়েছে যা অমি সহ আমার স্কুলের ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ার চেষ্ঠা করি । তিনি সেই সাথে আরো জানান আমি নিজ হাতে এই গাছ গুলোর পরির্চয়া করবো। পরিশেষে তিনি হিমু পরিবহন, ময়মনসিংহ সকল সদস্যকে আবারো বিশেষ ভাবে ধন্যবাদ জানান যে তার স্কুলে বৃক্ষরোপনের এমন সুন্দর একটি আয়োজন করার জন্য।