মাসুদ আনসারীঃ
এন্ড্রয়েড টোটো কোম্পানি বর্তমানে তারা মোবাইল রিভিউস, কম্প্যারিজন্স, বিভিন্ন গ্যাজেট যেমন ইয়ারফোন বা পাওয়ারব্যাংক রিভিউ ভিডিও কন্টেন্ট করে থাকে। দেশীয় এপ ও গেম নিয়েও ভিডিও তৈরি করে তারা। এটির মাধ্যমে আমাদের দেশীয় উদ্যোক্তারা তাদের গেম ও এপস প্রমোটিংয়ে বেশ সহযোগিতা পায়।
টেকনোলজি নিউজ নিয়ে শো ভিত্তিক হয় টেক আড্ডা। এই আড্ডার ভিডিওতে তারা বর্তমানের টেক বিষয়ক সব আধোপান্ত তুলে ধরে। কিন্তু বর্তমানে এই টেক আড্ডা সাময়িকের জন্য বন্ধ রয়েছে, তবে নভেম্বর থেকে নতুন ভাবে ফিরে আসবে এই টেক আড্ডা এমনটাই জানালেন চ্যানেল কর্তৃপক্ষ।
সামনের প্ল্যান নিয়ে জানতে চাইলে চ্যানেলের অন্যতম সদস্য আশিকুর রহমান তুষার বলে, “আমরা সামনে ক্যামেরা সেক্টর এবং কম্পিউটার সেক্টর নিয়েও কাজ করার জন্য আস্তে আস্তে পর্যাপ্ত সেটাপ তৈরী করছি।আশাকরি আমরা শীগ্রই আমাদের নতুন কন্টেন্ট নিয়ে কাজ শুরু করবো।”
এন্ড্রয়েড টোটো কোম্পানি চ্যানেলটির শুরু ২০১৪ তে। পরে ভুলবসত ১০ হাজার সাবস্ক্রাইবার সহ ডিলেট হয়ে যায়। আবার খুলা হয় চ্যানেল ২০১৫ তে। তখন ধীরগতিতে ১০-১২ হাজারের মত সাবস্ক্রাইবার হয় প্রায় ১.৫ বছর সময়ে । তারপর টিমে আরো কয়েকজন জয়েন করার পর আসে বাজিমাত। ৮ মাসে ৮০ হাজার + সাবস্ক্রাইবার এসেছে। এখন ৯৩ হাজার এর মত সাবস্ক্রাইবার। আর ৭ হাজার হলেই লাখের কৌটায় পেরিয়ে যাবে চ্যানেলটি।
আচ্ছা বর্তমান মূল টিম মেম্বার ৫ জন এবং একজন সাবসাইডারি আছে টুকটাক হেল্প এর জন্য । ফাউন্ডার – রাফিদ ইসলাম ও আরিফুল ইসলাম ইমন। বাকি সদস্য হচ্ছে আশিকুর রহমান তুষার, আকিব রাজ, তানভীর ইভান ও হৃতিক হোসাইন।
চ্যানেলটির লিংকঃ https://www.youtube.com/channel/UCMYuF0mNxTgOzr1lS7opIBQ
পেইজ লিংকঃ https://facebook.com/atcresr