পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি।
শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এসিবি জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। তারা রাজধানী শারানায় এক প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার শিকার হন। বিবৃতিতে বলা হয়, “আমাদের ক্রীড়া সমাজের জন্য এটি এক গভীর ক্ষতি। নিহত খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
এ সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছিল আফগান দল। তবে দুই দেশের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও প্রাণঘাতী হামলার প্রেক্ষিতে ম্যাচগুলো বাতিল হয়ে গেছে।
আফগানিস্তান এর আগে ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গেলেও, পাকিস্তানের বিপক্ষে সরাসরি কোনো ম্যাচে অংশ নেয়নি।
গত দুই সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে সংঘাত এবং বিমান হামলায় বহু প্রাণহানি ঘটেছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি ঘটেছে বলে বিশ্লেষকদের মত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
সিএ/এমআর


