যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। টিকিট-মূল্য নিয়ে শুরুতে সমালোচনা থাকলেও, ফিফার তথ্যে দেখা যাচ্ছে, প্রথম ধাপে ১ মিলিয়নেরও বেশি মানুষ টিকিট কিনেছেন। ২১২টি দেশ ও অঞ্চল থেকে এ বিপুল চাহিদা এসেছে।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। এ পর্যন্ত স্বাগতিক তিন দেশ এবং বাছাই পর্বে ২৮টি দল খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট ক্রয় করা দেশের মধ্যে শীর্ষে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফিফার তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক আবেদন প্রায় দেড় মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ঐতিহাসিক এই বিশ্বকাপে সারা বিশ্বের জাতীয় দলগুলো অংশগ্রহণ করবে। এত বেশি দর্শকের আগ্রহ দেখার পর আমি রোমাঞ্চিত। এটি বিশ্বজুড়ে ফিফা বিশ্বকাপের প্রতি মানুষদের গভীর ভালোবাসার সাক্ষ্য দিচ্ছে।”
প্রথম ধাপের লটারির মাধ্যমে নির্বাচিত ৪৫ লাখ দর্শক টিকিট কিনেছে। ফিফা দ্বিতীয় ধাপের আবেদন ২৭ অক্টোবর থেকে শুরু করবে। তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে ৫ ডিসেম্বর থেকে, যখন দলগুলোর সূচি চূড়ান্ত হবে।
টিকিটের দাম নিয়ে ফিফা ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা চালু করেছে। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের টিকিটের জন্য দর্শকদের খরচ হতে পারে ৯৫৩৮ থেকে ৫৭,৫০০ ডলার পর্যন্ত। অর্থাৎ, সর্বনিম্ন টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ লাখ টাকা এবং সর্বোচ্চ প্রায় ৭০ লাখ টাকা।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বোস্টন ও আশেপাশের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ফিফা জানিয়েছে, টিকিট কেনা এখনো চলমান থাকবে। বিশ্বকাপ চলাকালীন ১০৪টি ম্যাচের জন্য একক টিকিট, নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।
সিএ/এমআর