জাতীয় সেমিনারে বক্তারা জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিঃ গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানান বিশিষ্টজনরা।
সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর মো. কোরবান আলী। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক সচিব, সাবেক ভিসি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফরিদ আহমেদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। তিনি বলেন, জুলাইয়ে হাজার হাজার মানুষের রক্ত বৃথা যাবে। পিআর পদ্ধতির নির্বাচনে একই পরিবারের দুজন এমপি হওয়ার সুযোগ থাকবে না। অতীতে মনোনয়ন বাণিজ্যের কারণে একই পরিবারের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা স্বৈরাচারকে উসকে দিয়েছে। দেশের জনগণ এই ব্যবস্থার পরিবর্তন চায়।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সংসদ বা আদালতের মাধ্যমে পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো টালবাহানা করছে। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করা সম্ভব নয়। তিনি আহ্বান জানান, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন না হলে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি হবে। একই সঙ্গে তিনি পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল গণহত্যার বিচার ও সংস্কারের ভিত্তিতে নির্বাচন করবে। কিন্তু সরকারের প্রতিশ্রুতির কোনো বাস্তবতা দৃশ্যমান হয়নি। তিনি বলেন, জুলাই সনদে নির্বাচনব্যবস্থা ও প্রক্রিয়া স্পষ্ট না থাকায় এটি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করা সম্ভব নয়। তাই পিআর পদ্ধতির প্রস্তাব অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে।
সেমিনারের অন্যান্য বক্তারা আরও জোর দিয়ে বলেন, দেশের স্বার্থে, শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় এবং স্বৈরাচারের পথ বন্ধ করতে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অত্যাবশ্যক।
সিএ/এমআর