ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে। যোগ্য হয়েই সমাজে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে ছাত্র সংসদের আয়োজনে প্রথম এমডিসি জাতীয় স্কুল, কলেজ ও আন্তঃমাদরাসা বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের সামনে এখনও অনেক পথ বাকি। গন্তব্যে পৌঁছাতে হলে কোনো বাধায় থেমে গেলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে সকল বাধা অতিক্রম করতে হবে।”
তিনি আরও বলেন, “সুযোগ যখন এসেছে, তা কাজে লাগাতে হবে। এই সুযোগ হারালে আবারও অপেক্ষা করতে হতে পারে। তাই সকল ভেদাভেদ ভুলে কালেমা তায়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”
পরে উপদেষ্টা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
তিন মাসব্যাপী এ প্রতিযোগিতায় সারাদেশের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কলেজ ও উন্মুক্ত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় নটর ডেম কলেজ এবং রানারআপ মনিপুর স্কুল অ্যান্ড কলেজ। মাদরাসা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা এবং রানারআপ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী। উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ড. শামসুল আলম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ভূইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ, ডাকসুর নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম এবং মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী মানিক।
সিএ/এমআর